November 25, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 10th, 2025, 11:18 am

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্তির চেষ্টা করছে সরকার

ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার প্রচেষ্টা চলছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, তুর্কি কর্তৃপক্ষ আশা করছে আজই বিশেষ বিমানে শহিদুল আলমকে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে এ বিষয়ে এখনো শতভাগ নিশ্চয়তা দেওয়া যায়নি বলে জানিয়েছে তুরস্ক। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, শহিদুল আলমকে ইসরায়েলি কর্তৃপক্ষ অবৈধভাবে আটক করার পর বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কে অবস্থিত নিজ নিজ দূতাবাসকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রেখে শহিদুল আলমের মুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে বলা হয়।

বাংলাদেশের দূতাবাসগুলো এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও পোস্টে জানানো হয়।

দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও গাজা উপত্যকায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর নৌযাত্রায় অংশ নিয়েছিলেন। এই অভিযানে ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ নামের আরেক উদ্যোগের আটটি নৌযানসহ মোট নয়টি নৌযান যুক্ত ছিল। এসব নৌযানে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন।

গত বুধবার ইসরায়েলি সেনারা এই নৌবহরে আক্রমণ চালিয়ে সব অধিকারকর্মী ও নাবিককে আটক করে নিয়ে যায়।

এনএনবাংলা/