গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের জাহাজ কনশেনস ইসরায়েলি বাহিনী আটক করেছে। জাহাজটিতে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মী ছিলেন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমও।
বুধবার (৮ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে একই অভিযানে ইসরায়েল আরও তিনটি ছোট নৌযান আটক করেছিল।
আটকের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় শহিদুল আলম জানান, তাদের জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী ঘিরে ফেলে এবং তারা মূলত “অপহরণের শিকার” হয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে অভিযানটি নিশ্চিত করেছে। তাদের দাবি, “গাজায় বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ হয়েছে। আটক জাহাজ ও যাত্রীদের নিরাপদে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে, সবাই সুস্থ আছেন এবং দ্রুত নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।”
কনশেনস জাহাজটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের অংশ হিসেবে গিয়েছিল। আন্তর্জাতিক সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীদের নিয়ে গঠিত এই নৌযাত্রার উদ্দেশ্য ছিল গাজার অবরোধ ভাঙা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতীকী প্রচেষ্টা।
এনএনবাংলা/
আরও পড়ুন
বেবি পাউডারে ক্যান্সারের উপাদান, জনসন অ্যান্ড জনসনকে ৯৬ কোটি ডলার জরিমানা
নতুন বাংলাদেশ গড়তে কারও দাসত্ব নয়, স্বনির্ভর হতে হবে: ড. ইউনূস
পাকিস্তানে সেনা কনভয়ে হামলা, নিহত ১১