August 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 4th, 2025, 5:56 pm

শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশে ৫শতাধিক শিক্ষার্থীকে ছাতা বিতরণ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; highlight: true; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

“আমার চোখে জুলাই বিপ্লব স্লোগানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

জেলা পরিষদ কুড়িগ্রাম ও স্থানীয় সরকার বিভাগ এর বাস্তবায়নে এ অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,নাগেশ্বরী সরকারী কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আনোয়ার হোসেন,উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা,কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল,কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন প্রধান অতিথি নুসরাত সুলতানা।

এসময় নুসরাত সুলতানা বলেন,শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সকল এগিয়ে আসতে হবে।সকল কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং একই সাথে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহবান জানান তিনি।