ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে এই আন্দোলন শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, শহীদ শরিফ ওসমান হাদির জানজা সম্পন্ন হওয়ার পর ছাত্র-জনতা মিছিল নিয়ে শাহবাগে প্রবেশ করতে থাকে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিতে থাকে।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শহীদ শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়।
এর আগেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ অংশ নেন।
হাদির জানাজার নামাজ অঞ্জলি দেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।
এসময় পুরো এলাকা শোকের ছায়ায় ঢেকে যায়। জানাজা শেষে শহীদ ওসমান হাদির মরদেহ দাফনের উদ্দেশ্যে ঢাকার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন ইসির
ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
হাদি চিরদিন বাংলাদেশের মানুষের বুকের ভেতর থাকবে: জানাজায় প্রধান উপদেষ্টা