January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 7:56 pm

শাকিবের নাম নিয়ে কথা বললেই ভাইরাল: অপু

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখনাকার একটি আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপু বিশ্বাস বলেছেন, ‘শাকিব খান নামটি নিয়ে কথা বললেই আপনি ভাইরাল হবেন!’ তিনি বলেন, ‘এই স্ট্রাটেজি অনেক আর্টিস্টের মধ্যে কোনো না কোনোভাবে ঢুকে গেছে। আমার নিজের ভাইরাল হওয়ার দরকার নেই, কারণ আমি নিজেই ভাইরাল করি।’

ওই অনুষ্ঠানে নওশীন উপস্থাপনার দায়িত্বে থেকে অপুকে জিজ্ঞেস করেন, অপুর যখন সমালোচনা হয় তখন তার কেমন লাগে? উত্তরে অপু বলেন, আলোচনায় যে থাকে সেই সমালোচিত হয়। আমি যদি সমালোচিত হই তাহলে বুঝতে হবে আমার কাজ নিয়ে এবং আমাকে নিয়ে আলোচনা হয়। অপু বলেন, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা কাজ করেছি। মাঝে কয়েক বছর সন্তানের মা হওয়ায় ফিটনেস ঠিক ছিল না। তাই দূরে ছিলাম। কিন্তু এবার ঈদে আমাদের দেশে সিনেমাগুলো দেখতে সোনালী অতীতের মতো দর্শক হলে ফিরেছে। যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে কোনো না কোনোভাবে বিতর্ক সৃষ্টি করে শাকিব খানের নাম নিচ্ছে। মানুষ যেমন মিডিয়াতে যায়, আমার মনে হয় ভাইরাল হওয়ার জন্য শাকিবের নাম নেওয়াই যথেষ্ট।

অপু বিশ্বাস আরও বলেন, ‘নিউ ইয়র্কে তো বাংলাদেশের অনেক তারকাই থাকছেন। কিন্তু শাকিব খান আমেরিকা ঘুরতে এলেও দেশে বলাবলি শুরু হয়, এই বুঝি শাকিব খান চলে গেল! তার মানে শাকিব আলোচিত বলেই তাকে নিয়ে কথা হয়।’ ঈদে ‘প্রিয়তমা’ দিয়ে বাজিমাৎ করায় বর্তমানে শাকিব খান যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনে আছেন। পাশাপাশি তার আসন্ন সিনেমাগুলো দেশের পাশাপাশি একযোগে যাতে যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় সেই কারণে সেখনাকার বড় বড় পরিবেশকদের সঙ্গে আলোচনা করছেন বলে জানা গেছে! এদিকে পুত্র আব্রামকে নিয়ে অপু বিশ্বাসের যুক্তরাষ্ট্রে যাওয়ায় জোর গুঞ্জন, শাকিব-অপুর বিচ্ছেদ হয়ে যাওয়া বৈবাহিক সম্পর্ক আবারও জোড়া লাগছে! নিউ ইয়র্কের রাস্তায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে।