শাকিবের নায়িকা এবার পাকিস্তানের হানিয়া আমির! ঢালিউডপ্রেমী ও শাকিব খান ভক্তদের জন্য এক চমক জাগানো খবর।
নায়কের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের সঙ্গে একাধিক নায়িকা দেখা যাবে বলে জানা গেছে।
তবে সেই নায়িকা কারা তা নিয়ে চলছে আলোচনা। কলকাতার ইধিকা পাল থেকে শুরু করে তানজিন তিশাসহ অনেক অভিনেত্রীর নামই এসেছে তালিকায়। এবার জানা গেল, শাকিবের ‘প্রিন্স’ ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন পাকিস্তানের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সিনেমার বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রই এই তথ্য জানিয়েছে।
গেল ২২ আগস্ট আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে ‘প্রিন্স’র। তখন থেকেই কৌতূহল চরমে ছবিতে শাকিবের নায়িকা কে হবেন? আগের পরিকল্পনায় ইধিকা পাল থাকলেও এখন সব দৃষ্টি হানিয়ার দিকে। ঢাকার সূত্র জানিয়েছে, হানিয়া শিগগিরই ঢাকায় আসবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে, তখনই সিনেমার জন্য তার সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হবে। সবকিছু ব্যাটে বলে মিললে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
জানা গেছে, হানিয়া আমিরের ব্যাপারে শাকিব খানের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন ছবির প্রযোজক-পরিচালক।
এনএনবাংলা/
আরও পড়ুন
পিআর ও রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল
হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১
রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ