February 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 3rd, 2025, 1:23 pm

শাকিবের পর দেবের সঙ্গে, ইধিকার বৃহস্পতি তুঙ্গে

অনলাইন ডেস্ক:
তিন বছর আগে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই তিনি নায়ক হিসেবে পান ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে। প্রথম সিনেমাতেই এই জুটি সুপারহিট হয়ে যান। এরপর থেকে শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গের প্রযোজকরাও অভিনেত্রীকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন।

শাকিবের পর ইধিকা জুটি বাঁধেন ‘খাদান’ ছবিতে। এই ছবিটিও সম্প্রতি মুক্তি পেয়েছে। বাংলা ছবির এই মন্দা বাজারেও ইধিকার এই ছবিটিও সুপারহিট! শুধু তাই নয়, ‘খাদান’ মুক্তির আগেই শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ নামের আরেকটি ছবিতে জুটিবদ্ধ হন ইধিকা। গত সপ্তাহের মঙ্গলবার মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করেছেন অভিনেত্রী। আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে, ‘খাদান’ নিয়ে উন্মাদনা শেষ হবার আগেই জানা গেল দেবের পরবর্তী সিনেমাতেও থাকছেন এই ইধিকা। ইতিমধ্যে ‘রঘু ডাকাত’ নামে এই সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। এসভিএফের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জী। এ সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও। তবে ইধিকা ও সোহিনী কোন চরিত্রে থাকছেন, তা জানা যায়নি।

সরস্বতী পূজার দিন ছবির মহরত হবে বলে জানা গেছে। চার বছর আগে এ সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এত দিন শুটিং শুরু হয়নি। পশ্চিমবঙ্গে ছাড়াও মহারাষ্ট্রে ‘রঘু ডাকাত’-এর শুটিং হবে। চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এছাড়া বাংলাদেশের ‘কবি’ নামের আরেকটি ছবিতেও দেখা যাবে ইধিকাকে। তিনি অভিনয় করবেন শরিফুল রাজের বিপরীতে। প্রসঙ্গত, ‘রিমলি’ ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান ইধিকা পাল। এরপর আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’তে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। এরপর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি।