অনলাইন ডেস্ক :
দুই দশক ধরে বাংলাদেশের প্রথম সারির র্যাম্প মডেল হয়ে কাজ করছেন মারিয়া কিসপট্টা। এ মডেল সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে কখনই অভিনয় করবেন না। মডেলিংয়ে ক্যারিয়ার গড়লেও অভিনয়ের প্রতি আলাদা আগ্রহ রয়েছে মারিয়ার। তাই সিনেমাতেও অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন মারিয়া। কিন্তু সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করতে আগ্রহী নন তিনি। সাক্ষাৎকারে এর কারণও অবশ্য উল্লেখ করেন মারিয়া। বলেন, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার। ওনার সিনেমাতে কোনো ভালো কাহিনির প্রয়োজন হয় না। জাস্ট তার নামেই ভক্তরা সিনেমা হলে ভিড় জমায়।
মারিয়া আরও বলেন, আমার নিজের কোনো অভিনয় দক্ষতা নেই। আবার শাকিব খানের অভিনয়ও আমার ভালো লাগে না। একসঙ্গে তাই সিনেমায় অভিনয় করার সাহস বা ইচ্ছে কোনোটাই আমার নেই। সত্য ও স্পষ্টভাষী হওয়ায় মিডিয়ায় প্রায়ই আলোচনায় থাকেন মডেল মারিয়া। কয়েক মাস আগে মিডিয়ায় আলোচনায় এসেছিলেন তারকাদের ‘সুগার ড্যাডি’-র কথা ফাঁস করে। এবার তিনি আলাচনায় এসেছেন ঢালিউড কিংখ্যাত শাকিব খানের সঙ্গে অভিনয় করার অনাগ্রহ প্রকাশ করে।
আরও পড়ুন
২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি