January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 26th, 2023, 8:25 pm

শাকিবের সঙ্গে অভিনয় করতে চান পূজা

অনলাইন ডেস্ক :

শাকিবের সঙ্গে মায়া চলচ্চিত্রে অভিনয় করছেন পূজা চেরি, এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব স্বয়ং পূজার নাম বলেছিলেন এক সাক্ষাৎকারে। পরে এক অজ্ঞাত কারণে এই সিনেমা থেকে পূজা বাদ পড়েন। সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মায়া’ সিনেমা নিয়ে নাটক কম হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কী? যেহেতু সরকারি অনুদানের সিনেমা। এটি নির্মিত হবে। তবে পূজা চেরি থাকবেন কি না তা শাকিবের দিক থেকে নিশ্চিত হলেও শেষটা এখনো বাকি রয়েছে। পূজার সঙ্গে এই সিনেমা নিয়ে কথা বললে তিনি বলেন, তাঁকে এই সিনেমা থেকে বাদ দেওয়া হয়নি, তিনিও বাদ দেননি। সম্প্রতি অমর একুশে গ্রন্থমেলায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপ হয় পূজা চেরির। পূজা বলেন, আমাকে বাদ দেয়নি, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’ মায়ায় যদি অভিনয়ের আহ্বান জানানো হয়, সে ক্ষেত্রে অভিনয় করবেন কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সে ক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব, না করার কারণ নেই।’ কদিন আগেই ক্ষমা চেয়ে পূজা চেরি আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ায় ফিরে গেছেন। কিন্তু কেন ক্ষমা চেয়েছেন সেটা উল্লেখ করেননি। গলুই সিনেমায় শুটিংয়ের সময় শাকিবের সঙ্গে মন লেনদেনের সম্পর্কে জড়িয়ে পড়েন- এমনটাও শোনা যায়। শাকিবের জন্য পূজার আগ্রহ লক্ষ্য করা যেত সোশ্যাল মিডিয়ার কল্যাণে। অনেকের মতে, পূজার কারণেই বুবলী সন্তানসহ প্রকাশ্যে এসেছেন। এ নিয়ে নানা মতভেদ তৈরি হয়। ফলে পূজা অনেকটাই নিভৃতে চলে যান। সব সম্পর্ক চুকে দিয়ে জাজে ফিরে যান। ফলে ভক্তরা ধরেই নিয়েছিল, শাকিবের সঙ্গে সম্পর্ক চুকে গিয়েছে। অনস্ক্রিনেও দেখা যাবে না। কিন্তু সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পূজা যা বললেন, তাতে এটা স্পষ্ট যে অভিনয়ের স্থানে পূজা প্রফেশনাল। শাকিবের বিপরীতে কাজ করতে তার সমস্যা নেই। সম্প্রতি পরি নামের ওয়েব ফিল্ম মুক্তির ঘোষণা এসেছে। যেখানে জোভানের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি।