Tuesday, November 11th, 2025, 9:09 pm

শাকিব খানের ‘প্রিন্স’ ছবিতে ফারিণ

 

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত নতুন ছবি ‘প্রিন্স’ ঘিরে জমে উঠেছে নতুন আলোচনার ঝড়। জানা গেছে, ছবির অন্যতম নায়িকা হিসেবে যুক্ত হচ্ছেন জনপ্রিয় টিভি তারকা তাসনিয়া ফারিণ। যদিও চূড়ান্ত চুক্তিতে এখনো সই হয়নি, প্রযোজনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—ফারিণের নাম প্রায় নিশ্চিত।

অন্যদিকে শোনা যাচ্ছে, ছবিটি থেকে বাদ পড়তে পারেন ভারতের অভিনেত্রী ইধিকা পাল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, ইধিকাকে সরিয়ে ফারিণকে নেওয়া হচ্ছে। তবে এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা টিম।

 

প্রযোজনা দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ইধিকাকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে ইধিকার পারিশ্রমিক ফাঁস হওয়া। জানা গেছে, ‘প্রিন্স’-এ অভিনয়ের জন্য ইধিকার সঙ্গে প্রায় ২৮ লাখ রুপির (বাংলাদেশি টাকায় ৩৮ লাখের বেশি) চুক্তি হয়েছিল, যার মধ্যে ১৫ লাখ রুপি আগাম পরিশোধও করা হয়েছে।

এ নিয়ে ঢাকাই শিল্পীদের মধ্যে তৈরি হয় অসন্তোষ ও আলোচনা, কারণ ভারতের নতুন এই অভিনেত্রীর পারিশ্রমিক অনেক প্রতিষ্ঠিত তারকার চেয়েও বেশি বলে দাবি করছেন অনেকেই।

তবে ছবিটি দুই নায়িকার গল্পে নির্মিত হচ্ছে। তাই ফারিণের পাশাপাশি ইধিকা থাকছেন কি না—তা এখনো চূড়ান্ত হয়নি। প্রযোজনা টিম জানিয়েছে, তারা কিছুটা সময় নিয়ে দ্বিতীয় নায়িকা নিয়ে সিদ্ধান্ত নেবে।

এদিকে চলতি সপ্তাহেই তাসনিয়া ফারিণের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

‘প্রিন্স’ পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। অ্যাকশনধর্মী এ ছবিটি ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মাণ করা হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে শুটিং।

এনএনবাংলা/