January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 11th, 2022, 7:20 pm

শাকিব খান প্রসঙ্গে মুখ খুললেন মালেক আফসারী

অনলাইন ডেস্ক :

সিনেমায় এখন শাকিব খানের কোনও বন্ধু নেই বলে মন্তব্য করলেন ঢালিউডের সফল নির্মাতা মালেক আফসারী। সাম্প্রতিক কিছু ঘটনাকে বিশ্লেষণ করার মাধ্যমে তিনি বলেছেন, ‘শাকিব খানের শত্রু তিনি নিজেই!’ যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের জন্য হুট করে সেখানে গিয়ে টানা নয় মাস থেকে এসেছেন শাকিব খান। এটা নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। তবে মালেক আফসারীর ইঙ্গিত ভিন্ন। তিনি বলেন, ‘সাধারণ বিচারে, এমন গ্রিন কার্ডের স্বপ্ন দেখতে পারে মফস্বলের একটা যুবক। শাকিব খান কেন করলো? শাকিব কি বোঝে না? নিশ্চয়ই বোঝে। হয়তো ঢাকার পরিবেশ তার জন্য ভালো ছিলো না।’ শোনা যাচ্ছে, দেশের সিনেমায় শাকিবের সাম্প্রতিক অবস্থান সুবিধাজনক নয়। যারা তার কাছের মানুষ ছিলেন, তাদের অধিকাংশই সরে গেছেন দূরে। এমনকি ঘনিষ্ঠ বন্ধু-প্রযোজকরাই শাকিবের বিরুদ্ধে ভরা মজলিশে কথা বলছেন। এ বিষয়ে মালেক আফসারীর ভাষ্য, ‘যার কোনও বন্ধু নাই, তার কোনও শত্রু নাই। এটা কিন্তু আমার কথা না, মুরব্বিরা বলেন। বন্ধু থাকা মানে শত্রু তৈরি হওয়া! আমার দৃষ্টিতে শাকিব খানের বন্ধু একমাত্র তার ভক্তরাই। কিন্তু সিনেমার ভেতরে এই মুহূর্তে তার কোনও বন্ধু আছে কিনা আমার জানা নেই। অনেক আপনজন পর হয়ে গেছে।’ মালেক আফসারী দীর্ঘদিন ধরে ইউটিউবিং করছেন। ঢালিউডের বিভিন্ন ইস্যুতে নিজের অভিমত, বক্তব্য তুলে ধরেন ভিডিওর মাধ্যমে। সেখানেই গত শনিবার শাকিবকে নিয়ে বিস্তারিত কথা বলেছেন। তিনি মনে করেন, মানসিকভাবে শান্তিতে নেই শাকিব খান। ঘটনার ধারবাহিকতা বর্ণনা করে আলোচিত এই নির্মাতা বলেন, “এসব ঘটেছে ২০১৯ সালের পর থেকে। আমি যতদিন কাছাকাছি ছিলাম আর যা দেখেছি, শাকিব খান, ইকবাল সাহেব (প্রযোজক), বুবলী ও তার টিম- খুব সুন্দর ছিল। আমাদের কিং খান মানসিকভাবে ভালো নেই। কোনও একটা দুশ্চিন্তায় আছে। ওনার খুব কাছের মানুষ খসরু ভাই (প্রযোজক খোরশেদ আলম খসরু)। কিন্তু ক’দিন আগে আমরা কী দেখলাম; ‘কিল হিম’ সিনেমার মহরতে উনি সবার সামনে বলে বসলেন, ‘আমার গলুই ছবির টাকা ওঠেনি।’ এটা নিয়ে অনেক কথা উঠেছে তখন। তার এমন কথায় সবাই কষ্ট পেয়েছে।’’ ‘কিল হিম’ সিনেমার মহরতে শাকিবের বিরুদ্ধে কথা বলেছেন প্রযোজক ইকবালও। সে প্রসঙ্গে মালেক আফসারীর অভিমত, “আমি শাকিব খানের অবস্থানে থাকলে একটা ফোন দিতাম ইকবাল সাহেবকে। বলতাম, ‘ভাইজান কই আপনি? বাসায় আসেন আপনার সঙ্গে কথা বলি।’ সামনা-সামনি কথা বলতাম, ‘কী সমস্যা ভাইজান আপনার? আপনি আমার বন্ধু তো। বন্ধুত্ব রাখতে চান না শেষ! তবে এগুলো কী বলেন।’ মিটমাট করতামই। কারণ একটা কথায় বলে, সবচেয়ে কাছের মানুষই বেশি ক্ষতি করতে পারে। সবচেয়ে কাছের মানুষই তো ইকবাল ছিলো আপনার। সে পর হয়ে গেল। খসরু সাহেব পর হয়েছে কিনা জানি না। কিন্তু আমার ধরণা, কথাবার্তা শুনে মনে হয় অনেকেই পর হয়ে গেছে।’’ নিজের ব্যক্তিগত হোক কিংবা ইন্ডাস্ট্রির প্রসঙ্গ, শাকিব খান সাধারণত চুপ থাকেন। তবে মাঝেমধ্যে তারও মুখ খোলা উচিত বলে মনে করেন আফসারী। তার মতে, ‘আপনি চুপ থাকেন কেন? মাঝে মধ্যে মুখ খুলবেন। আপনার ভক্তরা কার জন্য প্রতিবাদ করছে? আপনার জন্য। তাই মাঝে মধ্যে আপনিও প্রতিবাদ করবেন।’ উল্লেখ্য, মালেক আফসারীর পরিচালনায় বেশ কয়েকটি সফল সিনেমায় কাজ করেছেন শাকিব খান। এর মধ্যে আছে ‘মনের জ¦ালা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘ঠেকাও মাস্তান’ ইত্যাদি। সর্বশেষ ২০১৯ সালে এই নির্মাতা-নায়ক জুটি উপহার দিয়েছেন ‘পাসওয়ার্ড’। সেটিও পেয়েছিলো দারুণ সাড়া।