January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 15th, 2022, 7:35 pm

শাকিব পূজার সহজ সরল প্রেমের গল্প

অনলাইন ডেস্ক :

ঈদ এলেই দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের সিনেমা মুক্তি পায়। প্রায় দুই দশক ধরে শাকিব খান অভিনীত একাধিক সিনেমা ঈদে মুক্তি দেওয়া হয়। এবারও শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে ‘গলুই’। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। সরকারি অনুদানের এই সিনেমাটির মুক্তির প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সিনেমার মুক্তি উপলক্ষে পোস্টারও প্রকাশিত হয়েছে। খোরশেদ আলম খসরু প্রযোজিত ‘গলুই’ সিনেমার পোস্টারে শুধু শাকিব-পূজাকে দেখা গিয়েছে। সিনেমাটির পোস্টার এস এ হক অলিক তার ফেসবুকে প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন: ‘গলুই সহজ, সরল প্রেমের গল্প।’ সিনেমায় শাকিবের নাম লালু। পেশায় ঢুলি। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।