January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 11th, 2022, 7:49 pm

শান্তর ব্যাটিং প্রসঙ্গে যা বললেন শ্রীরাম

অনলাইন ডেস্ক :

চলতি ত্রিদেশীয় সিরিজে সাব্বির রহমানের একটি ছক্কা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স। পরের ম্যাচে সাব্বির একাদশ থেকে বাদ পড়েন। এবার নাজমুল হোসেন শান্তর ব্যাটিং দেখে মুগ্ধ টেকনিক্যাল পরামার্শক শ্রীধরন শ্রীরাম। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরে ২৯ বলে ৩৩ রান করেন বাঁহাতি এই ব্যাটার। যা ছিল দলের সর্বোচ্চ ব্যক্তিগত। পুরো ইনিংসে ৪টি বাউন্ডারি মারলেও ছক্কা মারতে পারেননি শান্ত। তবু তার ওই ইনিংসের প্রশংসা করে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘শান্ত দলে ফিরে যেভাবে খেলেছে, সেটা খুবই উৎসাহব্যঞ্জক। যদিও সে ৩০ রানে (আসলে ৩৩ রানে) আউট হয়ে গেছে, তার পরও যেভাবে বোল্ট ও সাউদির সামনে ব্যাট করেছে, ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে নিশ্চিতভাবে।’ চলতি সিরিজে আর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ছাড়া বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় খেলবে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচগুলোতে পরীক্ষা-নিরীক্ষার ঘোষণা দিলেন শ্রীরাম, ‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালি হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে। আমরা পরীক্ষা-নীরিক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়ে আমাদের জানার প্রক্রিয়া চলমান।’