যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ইস্ট রুম, হোয়াইট হাউস, ওয়াশিংটন ডিসি, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ছবি: এএফপি
অনলাইন ডেস্ক:
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানোর অর্থ ইউক্রেনের ‘আত্মসমর্পণ’ করা নয় বলে সতর্ক করে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
তবে মাখোঁ এ–ও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা আন্তআটলান্টিক জোটে ভাঙনের আশঙ্কার মধ্যেই সামনে এগোনোর পথ দেখিয়েছে। ট্রাম্পের সঙ্গে এক বৈঠক শেষে গতকাল সোমবার এ কথাগুলো বলেন তিনি।
ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে মাখোঁর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বলেন, ইউক্রেনে শান্তিরক্ষী পাঠানোর যে ধারণা, তাতে অগ্রগতি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের তরফে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার ওপর জোর দেন মাখোঁ।
সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘চলতি বছর’ শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁর এ আহ্বানের ধারাবাহিকতায় এবং রাশিয়ার অবস্থানের প্রতি ট্রাম্পের ঝুঁকে পড়ার আশঙ্কার মধ্যে ট্রাম্প–মাখোঁ বৈঠকটি অনুষ্ঠিত হলো।
ইউক্রেন যুদ্ধ নিয়ে গতকালই জাতিসংঘে রাশিয়ার পাশে দুই দফায় অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। এমনকি পশ্চিমা সমর্থক প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানো নিয়ে মস্কোর কোনো নিন্দা জানানোর বিষয়ও এড়িয়ে গেছে ওয়াশিংটন। ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ‘এই শান্তির অর্থ ইউক্রেনের আত্মসমর্পণ নয়।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আবার যোগাযোগ শুরু করার পেছনে ট্রাম্পের ‘যৌক্তিক কারণ’ আছে বলেও মন্তব্য করেন মাখোঁ। তবে তিনি বলেন, ইউক্রেনে ইউরোপীয় দেশগুলোর শান্তিরক্ষী পাঠানোর যেকোনো উদ্যোগ ওয়াশিংটনের ‘সমর্থন’ করা গুরুত্বপূর্ণ। মাখোঁ আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার পর আমি পুরোপুরি বিশ্বাস করি, সামনে এগোনোর পথ রয়েছে।’
আরও পড়ুন
পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৫ টায় বিক্ষোভ সমাবেশের ডাক
চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করতে সদস্যদের নির্দেশ সেনাপ্রধানের