May 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 5th, 2025, 4:56 pm

শাপলা চত্বরে বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে রংপুরে মানবপ্রাচীর

রংপুর ব্যুরো: বিগত ২০১৩ সালের ৫ মে রাজধানী ঢাকার শাপলা চত্বরে রাতের আঁধারে হেফাজতে ইসলামের উপর তৎকালীন সরকারের নির্দেশে বর্বরোচিত গণহত্যার বিচারের দাবিতে রংপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (৫ মে) সকাল ১১ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে এ মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়।

মানবপ্রাচীরে বক্তারা বলেন, বিগত ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে রাতের আঁধারে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নির্দেশে পেটোয়া বাহিনী কর্তৃক হেফাজতে ইসলামের ওপর যে বর্বরোচিত হত্যাকান্ড চালানো হয়েছে, অবিলম্বে সেই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণঅভ্যুত্থানসহ যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যাকা-ের বিচার অতি দ্রুত নিশ্চিত করতে হবে।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সোহেল রানা, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মেহেদী হাসান সহ আরো অনেকে।