অনলাইন ডেস্ক :
শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথ। রানি এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে তিনি তার প্রিয় কুকুরকে নিয়েও হাঁটতে পারছেন না। ছয় মাস ধরে তার কুকুরকে উইন্ডসর ক্যাসেলে বেড়াতে নিয়ে যাননি। বাকিংহাম প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, রানির শারীরিক অবস্থা যথেষ্ট ভালো নয়। আজ সোমবার কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন না বলে ঘোষণা এসেছে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে। তবে তার অনুষ্ঠানে অনুপস্থিত যথেষ্ট কারণ জানানো হয় নি। এদিকে করোনা পজিটিভ হওয়ায় অনুষ্ঠানেও যোগ দেবেন না ডিউক এবং ডাচেস অফ গ্লুসেস্টার। কর্গি জাতের কুকুর খুব প্রিয় প্রাণী। এ পর্যন্ত ৩০ টি কর্গি জাতের কুকুর পুষেছেন তিনি। সাধারণত সঙ্কট এবং মানসিক অবস্থা ভালো না থাকলে কর্গিদের নিয়ে প্রাসাদ এলাকায় হাটতে বের হন রানি। ফিলিপ অসুস্থ হওয়ার পরে এবং গত বছর মারা যাওয়ার পরে প্রায় প্রতিদিনই তাদের নিয়ে বের হয়েছিলেন রানি। গত মাসেই করোনায় আক্রান্ত হন রানি। তবে কোভিড আক্রান্ত হওয়ার পর রানি এলিজাবেথের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খুব নিয়মিত তথ্য প্রকাশ করা হবে না বলে প্রাসাদ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩