বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কারণ তার শারীরিক অবস্থা সেই ধরনের যাত্রার জন্য পর্যাপ্ত নয়। শনিবার তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, ১২–১৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা এখন তার জন্য ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যের অবস্থার উন্নতি হলে তাকে বিদেশে নেওয়া হবে।তিনি একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবের বিষয়ে সতর্ক করে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেডিকেল বোর্ড কাজ করছে। বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তার শারীরিক অবস্থা বিবেচনা করা হবে। এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন অনুসারে ব্যবহার করা হবে।
ডা. জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন এবং তারা আশাবাদী যে খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। তার চিকিৎসার সমন্বয় তদারকি করছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। পাশাপাশি তারেক রহমানও নিয়মিত চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে যাচ্ছেন এবং তাদের নির্দেশনাকে অগ্রাধিকার দিচ্ছেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড যখন তাকে ভ্রমণের জন্য উপযুক্ত মনে করবে এবং ‘সবুজ সংকেত’ দেবে, তখনই অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছাবে।
তিনি আরও বলেন, এয়ার অ্যাম্বুল্যান্স আনা এবং পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা কাতার কর্তৃপক্ষ করছে। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে, তবে এটি আমরা ভাড়া করছি না; এটি কাতারের রয়েল কর্তৃপক্ষের উদ্যোগে আনা হচ্ছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে স্থগিত খালেদা জিয়ার বিদেশ যাত্রা: ডা. জাহিদ
রেকর্ড দরপতন: এক মার্কিন ডলারে ইরানের ১২ লাখ রিয়াল
খালেদা জিয়ার প্রতি সম্মান থাকলে গুজব ছড়াবেন না: ডা. জাহিদ