Tuesday, September 28th, 2021, 7:45 pm

শার্লিন চোপড়ার দিকে কাদা ছুড়লেন গেহানা

অনলাইন ডেস্ক :

রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির পক্ষে আবার সরব হয়েছেন ভারতের অভিনেত্রী, মডেল ও টিভি উপস্থাপক গেহানা। এবার তীর ছুড়েছেন শার্লিন চোপড়ার দিকে। বলেছেন, ‘শার্লিন শুধু নিজেকে আলোচনায় আনতেই রাজ কুন্দ্রার মানহানির চেষ্টা করছেন।’ টাইমস অব ইন্ডিয়াকে গেহানা বলেন, ‘সে (শার্লিন চোপড়া) নিজেকে খবরে রাখতেই এসব বলছে। পর্ন ভিডিও তৈরির অভিযোগ থেকে নিজেকে আড়াল করতেই এসব করছে শার্লিন। তাই সে এখন শিল্পার পেছনে লেগেছে। যদিও শিল্পা তার কথাবার্তায় বিশেষ কান দিচ্ছেন না।’ গেহানা আরও বলেন, ‘শার্লিন অকৃতজ্ঞ। কারণ রাজের কারণেই সে আজ এত টাকার মালিক হয়েছে। আর্মসপ্রাইম আ্যাপ থেকে অনেক টাকা আয় করেছে শার্লিন। তাকে এ প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিলেন রাজ।’ প্রসঙ্গত, শার্লিন চোপড়ার অভিযোগ ছিল- রাজ কুন্দ্রা তাকে পর্ন ইন্ডাস্ট্রিতে আসার কথা বলেছিলেন। কিন্তু গেহানার মতে, শার্লিন নিজেই রাজকে এসবে উৎসাহ দিয়ে আসছিলেন। রাজ জেল থেকে বের হওয়ার পর তার প্রতি মানুষের মনোযোগ কমে যাওয়াতে শার্লিন শিল্পাকে আক্রমণ করতে শুরু করে।