October 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 15th, 2025, 8:10 pm

শাহজাদপুরে আরাফাত রহমান কোকো’র ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচন সভা

শাহজাদপুর  সিরাজগঞ্জ প্রতিনিধি :

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে  আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শাহজাদপুর কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শাহজাদপুর উপজেলা শাখা’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এমএ মুহিত,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আলমগীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট,

শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ,  হাজী আয়ুব আলী, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ,প্রমুখ।

 

 

এম. রওশন আলম

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি