January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 29th, 2023, 3:45 pm

শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় আ’লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল গ্রামের মো. আরিফের শিশুকন্যা স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা মনছুর মোল্লাকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। আটককৃত মনছুর মোল্লা বেলতৈল ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে। মঙ্গলবার ২৯ আগস্ট মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিজান চালিয়ে আত্মগোপনে থাকা অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি থেকে আটক করেছে পুলিশ।

ভিকটিমের পরিবার ও স্থানীয়রা জানায়- গত ২৪ আগস্ট মনছুর মোল্লা প্রতিবেশি আরিফের মাদ্রাসা পড়ুয়া শিশু কন্যাকে একা ঘরে ডেকে নিয়ে যায়। এরপর পড়নের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে ভিকটিমের চিৎকারে প্রতিবেশি ও স্থানীয়রা উদ্ধার করে এবং অভিযুক্ত মনছুর মোল্লাকে তাৎক্ষণিক মারধর করে। প্রভাবশালী মনছুর মোল্লা তাৎক্ষণিক নিজেকে ছাড়িয়ে আত্মগোপনে চলে যায়। পরে বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার জন্য সাবেক ইউপি সদস্য মানিকের নেতৃত্বে বিচার বসিয়ে চড়থাপ্পড় দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বিচার মনপুত না হওয়ায় ভিকটিমের বাবা আরিফ শাহজাদপুর থানায় ২৯ আগস্ট সকালে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪খ) ধারায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ৩ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত মনছুর মোল্লাকে আটক করে শাহজাদপুর থানা পুলিশ।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি মো. নজরুল ইসলাম মৃধা জানান- ২৯ আগস্ট সকালে ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার ৩ ঘন্টার মধ্যেই অভিযুক্ত মনছুর মোল্লাকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রেশমবাড়ি এলাকা থেকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।