August 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 10th, 2025, 4:57 pm

শাহজাদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১ আহত ১০

শাহজাদপুর  সিরাজগঞ্জ  প্রতিনিধি :

সিরাজগঞ্জ শাহজাদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পথে দাড়ানো থ্রি-হুইলার এবং ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে এবং অন্তত ১০জন আহত হয়েছে।

শনিবার(৯ আগষ্ট) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বাঘাবাড়ি ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সামনের এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে বাহাদুর(৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস বড়াল সেতু পার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়ানো সিএনজি চালিত থ্রি-হুইলার এবং ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর নামের এক ভ্যান চালক নিহত হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর ২ জনকে ঢাকার পিজি হাসপাতাল ও এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের ভর্তি করে এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে উপস্থিত হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুর রউফ জানান, সরকার ট্রাভেলসের নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একজন ভ্যানচালক নিহত হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে, তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

 

এম. রওশন আলম

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি