শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে লালন শাহ ‘র ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী তপন।
শাহ মখদুম বাউল একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমি ও শাহজাদপুরের স্থানীয় শিল্পীবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এম এ মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ইয়াতশিংহ শুভ,ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পোদ্দার,সহকারী অধ্যাপক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান নজরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ১৭ অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় প্রথমবার দিবসটি জাতীয়ভাবে পালন করা হয়। এবছরেই ১৩৫ তম তিরোধান দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনস্টেবলের
রংপুরের সেতু আছে, রাস্তা নেই
কমলগঞ্জে ভাইয়ের বাড়িতে বোনদের ভূরিভোজের উৎসব ‘নিঙোল চাকৌবা’ পালিত