জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০০টি পূজামণ্ডপের জন্য বরাদ্দকৃত জিআর প্রকল্পের ৫০ মে. টন চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলার সকল পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ বরাদ্দ তুলে দেওয়া হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য বরাদ্দ ছিল ৫০০ কেজি চাউল।
শাহজাদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল বাশার, শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম সাহা বানী, সাধারণ সম্পাদক বাসুদেব দত্ত, পৌর কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকার ও বিভিন্ন মন্দিরের প্রতিনিধিগণ।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী