December 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 4:24 pm

শাহজাদপুরে সরকারি কাজে বাধা: ১৯ আসামী কারাগারে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ (শাহজাদপুর):

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তার দায়ের করা মামলায় ১৯ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১৭ সেপ্টেম্বর ) আইনজীবীর মাধ্যমে শাহজাদপুর আমলী আদালতে ২০ আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ১৯জনকে কারাগাড়ে পাঠানোর আদেশ দেন।

এ সময় মারুফ মন্ডল নামের এক আসামীকে জামিন দেন আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন।

আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের বাতেন মন্ডল,হোসেন মন্ডল, আলিম মন্ডল, এরশাদ মন্ডল, বাবু মন্ডল,আ: খালেক, উজ্জ্বল মন্ডল, রহেল মন্ডল,মমিন মন্ডল, বাবু মন্ডল,টেক্কা মন্ডল, বাতেন মন্ডল,শেরআলী, হারুন মন্ডল, মালেক মন্ডল,ফরিদ,হাকিম, মো. জিয়া মন্ডল, সাজাই মন্ডল, শাহজাদপুর আমলী আদালতের সিএসআই মো. নুরুজ্জামান সরদার এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ১১ সেপ্টেম্বর পোতাজিয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. আমজাদ হোসেন খান উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজার সরকারি খাস সম্পত্তিতে সীমানা নির্ধারন করতে যান। উক্ত সম্পত্তিতে বিবাদিদের প্রতি আদালতের নিষেধাজ্ঞা ছিলো। উক্ত সম্পত্তিতে ভুমি সহকারি কর্মকর্তা সীমানা নির্ধারন করতে গেলে আসামীরা বে আইনী অস্ত্রে সস্ত্রে ঘিরিয়া ধরে সরকারি কাজে বাধা প্রদান করে। পোতাজিয়া ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক মো. জামিল হোসেন শারিরীক ভাবে জখম করে। ঘটনার পর শাহজাদপুর থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করে। উল্লেখ্য মামলার পরে পুলিশ দুই আসামীকে গ্রেফতার করার পর এখনো কারাগারে আছে।