January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 27th, 2023, 3:47 pm

শাহজাদপুরে ২০ জন জটিল রোগীদের মাঝে ৫০ হাজার করে টাকার চেক প্রদান

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় এ অনুদানের চেক বিতরন করা হয়।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৬ শাহজাদপুর আসনের সংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান ও ভাইস চেয়ারম্যান লিয়াকত আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন।

অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি ২০ জন জটিল রোগে আক্রান্ত রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।