জেলা প্রতিনিধি, সিলেট :
জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট এর মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতাকল বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট- এ নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল্লামা মুহিব্বুল হক। তাৎক্ষণিক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের জানাজা ১৮ মে নগরীর শাহী ঈদগাহ মাঠে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে এবং পরে হযরত শাহ জালাল রঃ দরগাহ প্রাঙ্গণে দাফন করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরহুমের লাশ তা নিজ বাড়ী কানাইঘাটের গাছবাড়ীতে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রামবাসীকে লাশ দেখানো শেষে আগামীকাল সকালে পুনরায় লাশ দরগাহ মাদরাসার নিয়ে আসা হবে।
কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ এর সিনিয়র সদর ও দরগাহ মাদ্রাসার মুহতামিম এই আলেমে দ্বীন জীবদ্দশায় অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠা করে গেছেন।
সিলেটের শীর্ষ আলেম, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম, শায়খুল হাদীস ও প্রধান মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভী দা. বা.।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আমীরে আঞ্জুমান বলেন, মুফতি মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী রহ. সিলেটের আলেমসমাজের মধ্যে অভিভাবকতুল্য একজন ব্যক্তিত্ব ছিলেন।
আরও পড়ুন
গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১২ শ্রমিক
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ