ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে শাহবাগে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দুই দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করে পাল্টাপাল্টি স্লোগান দিতে দেখা গেছে।
রাতের শাহবাগে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে রাস্তার দুই পাশে ছাত্রশিবির ও ছাত্রদল সমর্থকরা জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন।
এসময় ছাত্রদলের সমর্থকরা দলীয় এবং নিজেদের প্যানেলের প্রার্থীর পক্ষে স্লোগান দেন। ছাত্রশিবিরের নেতাকর্মীরাও সাদিক কায়েমের নামে স্লোগান দেন।
পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ রানা বলেন, সব বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে। কেউ যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে তার জন্য যথেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়ে ‘এই মুহূর্তে খবর এলো, জাতীয়তাবাদ পরিষদ বিজয় হলো’, ‘তারেক জিয়ার কোন সে দল, জাতীয়তাবাদী ছাত্রদল’সহ নানা স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে, জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি নানা স্লোগান দিতে দেখা গেছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় প্রশ্নে হাইকোর্টের রুল