August 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 3rd, 2025, 2:55 pm

শাহবাগে সমাবেশস্থলে ছাত্রদলের নেতা–কর্মীরা, চলছে স্লোগান

 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্র সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (৩ আগস্ট) দুপুর ৩টায় শুরু হতে যাওয়া সমাবেশের মঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত এবং জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।

জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরুর আগেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি হয়।

বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

দুপুর ১২টা থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। তারা তারেক রহমান ও জিয়া পরিবারের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এরই মধ্যে শাহবাগের চারপাশের রাস্তা কানায় কানায় পূর্ণ হয়েছে ছাত্রদলের সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায়। সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম বিকেল ৩টায় শুরু হবে।

এনএনবাংলা/আরএম