নিজস্ব প্রতিবেদক:
ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে তারা সেখানে অবস্থান নেন।
‘শাহবাগ ব্লকেড’ নামে পূর্বঘোষিত এ কর্মসূচিতে ৩০টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন বলে দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে প্রায় ২০০ শিক্ষার্থীকে জড়ো হয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন।
তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শিক্ষার্থীরা বলেন, নারী নিপীড়নের প্রতিবাদে তারা শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছিলেন। রোজায় নগরবাসীর ভোগান্তির কথা চিন্তা করে ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান কর্মসূচি করবেন। এ কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলবে।
কর্মসূচিতে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, হামদর্দ কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এছাড়া মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, নৌবাহিনী কলেজ, সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন ঢাকা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলসহ ৩০ কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানিয়েছেন তারা।
আরও পড়ুন
ইসি কর্মকর্তারা এনআইডি নিয়ে কর্মসূচিতে যাচ্ছে
সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ
জেনে নিন তৃষ্ণা বৃদ্ধিকারী ৫ খাবার