আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলায় মনিপুর গ্রামের আলমগীর হত্যার মূল হোতাকে ঢাকার উত্তর খান এলাকায় গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার পিপিএম (বার) জানান,
২৪ জুন (মঙ্গলবার) ছদ্মবেশে ঢাকার উত্তর খান এলাকায় ভ্যানে করে জুতা বিক্রি করা কালে শাহরাস্তি মডেল থানা পুলিশের কাছে গ্রেপ্তার হয় তাজুল ইসলাম তপন।গ্রেপ্তারের পর প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এ হত্যার সাথে অন্য কেহ জড়িত আছে কিনা না।
আলমগীর হত্যা হওয়ার পর আসামী হিসেবে একই গ্রামের সোনিয়াকে গ্রেপ্তার করার পর আলমগীর হত্যার বিষয় জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম এর সম্পৃক্ততার বিষয় সামনে আসে।
উল্লেখ্য গত মার্চ মাসে শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির ছাদে ডেকে নিয়ে আলমগীর কে গলা কেটে হত্যা করা হয়।আলমগীর হত্যার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুন
কুলাউড়ায় বিতর্কিত সেই বিএনপি নেতা সাখাওয়াতকে দলীয় পদ থেকে অব্যাহতি
শ্রীমঙ্গলে মন্দিরের চোরাইকৃত মালামালসহ চোর আটক
রংপুরে স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কর্মশালার