Sunday, June 29th, 2025, 8:21 pm

শাহরাস্তিতে চলাচলের রাস্তা বন্ধ: সংখ্যালঘু ও মুসলিম পরিবারসহ এলাকাবাসীর মানবেতর জীবন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাগৈ দক্ষিণ পাড়ায় চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ৪টি হিন্দু ও ৩টি মুসলিম পরিবার। রাস্তা বন্ধের ঘটনায় স্থানীয়দের জীবনযাত্রা থমকে গেছে।

ভুক্তভোগী স্বপ্না রানী, মৃত মরণ চন্দ্র দেবনাথের স্ত্রী, শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, মৃত মোহাম্মদ আলীর সন্তানদের প্রভাব খাটিয়ে ওই এলাকার প্রধান চলাচলের পথটি জবরদস্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্তর দেবনাথ জানান, “আমাদের পূর্ব পুরুষের সময় থেকেই এই পথ দিয়েই চলাচল করে আসছি। হঠাৎ মোহাম্মদ খাজার নেতৃত্বে বাঁশ ও মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়।”
একই অভিযোগ করেন ওমর ফারুক, যিনি জানান, “মোহাম্মদ খাজা ত্রাস সৃষ্টি করে এলাকা ছাড়লেও তার বোন মানছুরা বেগম কিসেম ও জোসনা বেগমের সহায়তায় রাস্তাটি এখনো বন্ধ।”

অভিযুক্তদের পক্ষ থেকে মানছুরা বেগম দাবি করেন, “বিতর্কিত জায়গাটি তাদের ক্রয়কৃত সম্পত্তি এবং কাউকে চলাচলে বাধা দেওয়া হয়নি।”

স্থানীয়রা জানান, এ রাস্তাটিই ছিল স্কুলগামী শিশু, রোগী ও বৃদ্ধদের একমাত্র ভরসা। এখন বাধ্য হয়ে বিকল্প অসমান পথে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন সবাই।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, “অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী দ্রুত রাস্তাটি খুলে দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে আর কেউ এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে।