April 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 28th, 2025, 4:12 pm

শাহরাস্তিতে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ

শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন এর লোটরা বাজার থেকে দিগধাইর ফরাজি বাড়ি পর্যন্ত সড়কটি বেহাল অবস্থা।

 

আহসান হাবিব পাটওয়ারী (শাহরাস্তি) চাঁদপুরঃ

সামান্য বৃষ্টিতে চালাচলের অযোগ্য হয়ে যায় শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন এর লোটরা বাজার থেকে দিগধাইর ফরাজি বাড়ি পর্যন্ত সড়কটি। টানা বর্ষণের ফলে প্রায় ৭শত ৮ মি রাস্তার বেশির ভাগই বড় বড় গর্তে ভরে গেছে। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায়,৭শত ৮ মিটারের রাস্তাটির বেশির ভাগই বড় বড় গর্তে ভরে গেছে। বিশেষ করে মাটি বহনকারী ট্রাক ও ভারী যানবাহন চলাচলের কারনে বড় বড় গর্ত ও বালির ৪-৬ ইঞ্চি স্তর হয়ে আছে। বড় বড় গর্ত ও বালির স্তরের মধ্যেই চলছে যাতায়াত ও যানবাহন।

স্থানীয়দের অভিযোগ, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কের দুই প্রান্তে জনবহুল গুরুত্বপূর্ণ দুইটি বাজার ও ৮/১০টি বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সড়কটির গুরুত্ব অপরিসীম।

প্রায় ১০/১২ টি গ্রামের মানুষ উপজেলা সদরে আসার অন্যতম সড়ক এটি। ফলে চাকুরীজীবি থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী সবাই এ রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এ সড়কে কয়েক’শত যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারনে প্রায়ই ঘটে দূর্ঘটনা।

এলাকার সবাই মিলে  স্হানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে রাস্তাটি সংস্কারের জন্য দাবী জানিয়েছেন। কিন্তু কেহ কাজ করেন নি।তাই ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্হানীয়দের।

জনৈক প্রধান শিক্ষক বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। প্রায় সময়ই গাড়ি দূর্ঘটনা হয় এ রাস্তাতে। অসুস্থ কোন ব্যক্তিকে দ্রুত উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কোন ব্যবস্হা নেই। ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তায় যাতায়াত করতে হয়।

দিগধাইর গ্রামের বাসিন্দা, ব্যাংক কর্মকর্তা মোঃ হুমায়ন কবির বলেন, প্রতিদিন আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। অতি বালির স্তুপ ও বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েকদিন আগেও একটি অটোরিকশা রাস্তাটিতে উল্টে পড়ে যায়। এতে মহিলা যাত্রী গুরুতর আহত হয়। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি দ্রুত এ রাস্তা মেরামত করার উদ্যোগ যেন গ্রহন করে।

সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, রাগৈ গ্রামের বাসিন্দা বিশিষ্ট প্রবীন আলেম মাওঃ আবু সালেহ মোহাম্মদ বলেন, শাহরাস্তি উপজেলার নদীর দক্ষিণ পাড়ের ৪ টি ইউনিয়নের মধ্যে মনে হয় অন্যতম খারাপ রাস্তা এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগণ জিবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

এছাড়াও দাবী করে এ নেতা বলেন, এ অঞ্চলের সাধারণ লোকজন স্বভাবগত ভাবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের হওয়ায় বিগত আওয়ামিলীগ সরকারের আমলে কোন ধরনের কাজ বা বাজেট দেয় নাই।

এ বিষয় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল বলেন, ইউনিয়নের মধ্যে ৭/৮ টি রাস্তারই খারাপ অবস্থা আছে, তবে ইউনিয়ন পরিষদ থেকে এ রাস্তা সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ বিষয় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, আমি এ রাস্তার বিষয় অবগত আছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নিব।