আহসান হাবিব পাটওয়ারী (শাহরাস্তি) চাঁদপুরঃ
সামান্য বৃষ্টিতে চালাচলের অযোগ্য হয়ে যায় শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন এর লোটরা বাজার থেকে দিগধাইর ফরাজি বাড়ি পর্যন্ত সড়কটি। টানা বর্ষণের ফলে প্রায় ৭শত ৮ মি রাস্তার বেশির ভাগই বড় বড় গর্তে ভরে গেছে। এর ফলে এ রাস্তা চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে।
শুক্রবার (২৭ এপ্রিল) সরজমিনে গিয়ে দেখা যায়,৭শত ৮ মিটারের রাস্তাটির বেশির ভাগই বড় বড় গর্তে ভরে গেছে। বিশেষ করে মাটি বহনকারী ট্রাক ও ভারী যানবাহন চলাচলের কারনে বড় বড় গর্ত ও বালির ৪-৬ ইঞ্চি স্তর হয়ে আছে। বড় বড় গর্ত ও বালির স্তরের মধ্যেই চলছে যাতায়াত ও যানবাহন।
স্থানীয়দের অভিযোগ, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। সড়কের দুই প্রান্তে জনবহুল গুরুত্বপূর্ণ দুইটি বাজার ও ৮/১০টি বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় সড়কটির গুরুত্ব অপরিসীম।
প্রায় ১০/১২ টি গ্রামের মানুষ উপজেলা সদরে আসার অন্যতম সড়ক এটি। ফলে চাকুরীজীবি থেকে শুরু করে স্কুল, মাদ্রাসা ও কলেজগামী সবাই এ রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রতিদিন এ সড়কে কয়েক’শত যানবাহন চলাচল করে। রাস্তার বেহাল দশার কারনে প্রায়ই ঘটে দূর্ঘটনা।
এলাকার সবাই মিলে স্হানীয় মেম্বার ও চেয়ারম্যানের কাছে রাস্তাটি সংস্কারের জন্য দাবী জানিয়েছেন। কিন্তু কেহ কাজ করেন নি।তাই ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে স্হানীয়দের।
জনৈক প্রধান শিক্ষক বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে শতাধিক শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুবই সমস্যা হয়। প্রায় সময়ই গাড়ি দূর্ঘটনা হয় এ রাস্তাতে। অসুস্থ কোন ব্যক্তিকে দ্রুত উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কোন ব্যবস্হা নেই। ভোগান্তি নিয়েই আমাদের এ রাস্তায় যাতায়াত করতে হয়।
দিগধাইর গ্রামের বাসিন্দা, ব্যাংক কর্মকর্তা মোঃ হুমায়ন কবির বলেন, প্রতিদিন আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। অতি বালির স্তুপ ও বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কয়েকদিন আগেও একটি অটোরিকশা রাস্তাটিতে উল্টে পড়ে যায়। এতে মহিলা যাত্রী গুরুতর আহত হয়। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি দ্রুত এ রাস্তা মেরামত করার উদ্যোগ যেন গ্রহন করে।
সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর, রাগৈ গ্রামের বাসিন্দা বিশিষ্ট প্রবীন আলেম মাওঃ আবু সালেহ মোহাম্মদ বলেন, শাহরাস্তি উপজেলার নদীর দক্ষিণ পাড়ের ৪ টি ইউনিয়নের মধ্যে মনে হয় অন্যতম খারাপ রাস্তা এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার জনগণ জিবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এছাড়াও দাবী করে এ নেতা বলেন, এ অঞ্চলের সাধারণ লোকজন স্বভাবগত ভাবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের হওয়ায় বিগত আওয়ামিলীগ সরকারের আমলে কোন ধরনের কাজ বা বাজেট দেয় নাই।
এ বিষয় সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন হেলাল বলেন, ইউনিয়নের মধ্যে ৭/৮ টি রাস্তারই খারাপ অবস্থা আছে, তবে ইউনিয়ন পরিষদ থেকে এ রাস্তা সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
এ বিষয় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, আমি এ রাস্তার বিষয় অবগত আছি। এ বিষয়ে আলোচনা করে ব্যবস্থা নিব।
আরও পড়ুন
রংপুরে ইটভাটার বিষাক্ত ধোয়ায় পুড়লো কৃষকের সোনালী স্বপ্ন: ঝলসে গেছে ২৬ একর জমি ধান খেত
কুলাউড়ায় ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
জাতীয় আইন সহায়তা দিবস রংপুরে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত