অনলাইন ডেস্ক :
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা ৪নং ওয়ার্ড নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা (৩০) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন।
২৫ নভেম্বর বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে বানিয়াচো এলাকায় অটোরিক্সার সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক ওঁর অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে চাঁদপুর তার বাবার বাড়িতে অবস্থানরত ২৯ নভেম্বর সোমবার মধ্যরাতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে, পিতা-মাতা, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা-তুজ-জোহরা মৃত্যুতে আত্মীয়স্বজন শিক্ষকমন্ডলী ছাত্র-ছাত্রী অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
গত এক সপ্তাহের ব্যবধানে চাঁদপুর সদরের মাহামায়া,কচুয়া বিশ্বরোডে এবং শাহরাস্তিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
জনগনের রায়ে নির্বাচিত হলে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি
সৌদিআরবে অগ্নিকান্ডে নিহত প্রবাসী আকাশ, ছয় মাসেও লাশ আনতে পারেনি পরিবার
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন নিহত