আহসান হাবিব পাটওয়ারীঃ
“আমরা মাছে ভাতে বাঙালি” বাংলা এ প্রবাদ টা আমাদের জিবনের সাথে মিশে আছে।
বাঙালি জাতির একদিনও চলে না ভাত ও মাছ ছাড়া।
ভাতের চাহিদা মিটাতে কৃষি কর্মকর্তা সহায়তা করতে পারলেও মাছের চাহিদা পূরনে সহায়তা করতে পারছে না শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে পর্যাপ্ত লোকবল না থাকায় সাধারণ মৎস্য চাষীরা সেবা পেতে কাঠ পোড়াতে হচ্ছে।
জানা যায় যে, শাহরাস্তি উপজেলায় ছোট বড় মিলে প্রায় ২ হাজারের বেশি মৎস্য চাষী রয়েছেন।
গত বছরের বন্যায় ফেনী অঞ্চলের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ শাহরাস্তি উপজেলা কোন অংশই কম ছিল না।
তবে বন্যা পরবর্তীতে ক্ষুদ্র ও মাঝারি মৎস্য ব্যবসায়ীদের ক্ষতিপূরণে ও বন্যা পরবর্তী সার্বিক বিষয়ে সহযোগিতা ছিল খুবই নগণ্য।
উপজেলা মৎস্য কর্মকর্তা থেকে বন্যা পরবর্তীতে কোন সহযোগিতা না পাওয়া রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের মাঝারি মৎস্য চাষী আব্দুল্লাহ আল নোমান ও আরমান হাবিব জানান, উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসে কয়েকবার এসেও কোন পরামর্শ বা সরকারি সহযোগীতা পাই নাই।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ জানান, আমি নতুন যোগদান করেছি শাহরাস্তি উপজেলায়। যোগদান করার পরে দেখি মৎস্য কর্মকর্তার কার্যালয়ে একজন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রয়েছে, যিনি সংযুক্তিতে চাঁদপুর মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। এছাড়া ১ জন অফিস সহায়ক রয়েছে।
মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বাকী কোন কর্মকর্তা নেই। শূন্য পদের কর্মকর্তা বৃন্দ হলেন, সহকারী মৎস্য কর্মকর্তা ১ জন, ফিল্ড এসিস্ট্যান্ট ১ জন, অফিস সহকারি ১ জন।
এছাড়াও এ কর্মকর্তা জানান, আমি অফিসের কাজে ফিল্ড পরিদর্শনে গেলে, সেবা নিতে আসা অনেক মৎস্য চাষীরা সেবা না পেয়ে ফেরত যায়।
শূন্য পদের বিষয়ে উপজেলার এ কর্মকর্তা বলেন, জেলা মৎস্য কর্মকর্তাকে কয়েকবার অবহিত করা হয়েছে, আশা করি শূন্য পদের লোকবলের সংকট কমে যাবে।
এ বিষয় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান কবির বলেন, শাহরাস্তি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মতো চাঁদপুরের অন্যান্য উপজেলায়ও লোকবল সংকট রয়েছে। তবে লোকবল নিয়োগের বিষয়ে মৎস্য অধিদপ্তরসহ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। সহসাই লোকবল নিয়োগ দেয়া হবে, ইনশাআল্লাহ।
আরও পড়ুন
কমলগঞ্জে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের টাকায় ব্যাপক অনিয়মের অভিযোগ
গঙ্গাচড়ায় আওয়ামী লীগের দাপুটে নেতা মতিন গ্রেপ্তার
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত