December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 8:07 pm

শাহরুখকে পেছনে ফেলে শীর্ষে নয়নতারা

অনলাইন ডেস্ক :

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জাওয়ান’-এ নারী প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের জাত চেনালেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। সেই সঙ্গে দখল করে নিলেন শীর্ষস্থান। গোটা ভারতে দেখালেন নিজের আধিপত্য। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ রেটিং সাইট আইএমডিবির মতে, নয়নতারা এ সপ্তাহে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা। এর চেয়েও আশ্চর্যজনক তথ্য হলো, তিনি বলিউড বাদশাহ শাহরুখ খানকে পেছনে ফেলে এ সপ্তাহের আইএমডিবি জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন। আইএমডিবি ওয়েবসাইটটি প্রায় ২০০ মিলিয়ন ভিজিট এবং প্রতি সপ্তাহে প্রাপ্ত ডাটার ভিত্তিতে তালিকা তৈরি করে।

নয়নতারা ও শাহরুখ ছাড়াও ‘জাওয়ান’ চলচ্চিত্রের পরিচালক অ্যাটলি কুমার জাতীয় স্তরের স্টারডমের দিকে এগিয়ে আছেন। তালিকা অনুসারে তিনি বর্তমানে তৃতীয় সর্বাধিক জনপ্রিয় ভারতীয় তারকা। চতুর্থ অবস্থানে রয়েছেন ‘জাওয়ান’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সিনেমাটিতে একটি বর্ধিত ক্যামিও রোলে অভিনয় করেছেন দীপিকা।

এ তালিকায় ‘জাওয়ান’-এর অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বিজয় সেতুপাতি, যার ইতোমধ্যে প্যান-ইন্ডিয়া ফ্যান ফলোয়িং রয়েছে। তিনি তালিকায় নবম স্থান দখল করছেন। এ ছাড়াও প্রিয়ামণি ও সানিয়া মালহোত্রা যথাক্রমে ১১ ও ২৪তম স্থান দখল করেছেন। ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া‘জাওয়ান’ ইতোমধ্যে ভারতে ৩২৮ কোটির বেশি এবং বিশ্বব্যাপী ৬৫০ কোটি আয়ের ল্যান্ডমার্ক তৈরি করেছে। সেই সঙ্গে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ‘জাওয়ান’। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস