অনলাইন ডেস্ক :
বলিউডে আসছে ট্রিপল ধামাকা। যশরাজ ফিল্মসের ‘ওয়ার টু’ সিনেমায় হৃতিকের সঙ্গে বড় চমক হিসেবে হাজির হতে চলেছেন দুই খান। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ার টু’ সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী তারকা জুনিয়ার এনটিআরকে। তাকে জব্দ করার জন্যই নাকি হৃতিকের সঙ্গে হাত মেলাবেন বলিউড বাদশা শাহরুখ এবং ভাইজান সালমান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষনা দেননি প্রযোজক আদিত্য চোপড়া। এর আগে হৃত্বিক রোশন অভিনীত ওয়ার সিনেমাটি পরিচালনা করেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
এই সিনেমারই সিক্যুয়েল বানাতে চলেছেন তিনি। টাইগার শ্রফ এতে অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও ছিলেন বাণী কাপুর, আশুতোষ রানা ও অনুপ্রিয়া গোয়েঙ্কারা। শাহরুখ খানের পাঠান (২০১৩) আসার আগ পর্যন্ত এটাই ছিল সবথেকে বেশি আয়কারী হিন্দি ছবি। যদিও শাহরুখের ‘পাঠান, ‘জওয়ান’ এসে সব হিন্দি ছবির সব রেকর্ড ভেঙে দিয়েছে। অন্যদিকে আবার দীপাবলিতে আসছে সালমান খান-ক্যাটরিনা কাইফের টাইগার থ্রি। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের সিনেমা ‘ওয়ার টু’ তে হৃতিক ও এনটিআরের সঙ্গে সালমান-শাহরুখকেও দেখা যাবে।
আরও পড়ুন
দীর্ঘদিন পর ফেরা তারকারা
ভিন্ন পরিচয়ে রিচি
বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন শান