January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 1st, 2022, 8:25 pm

শাহ আমানতে গাড়ির চাকার ভেতর থেকে সাড়ে ৫ কেজি স্বর্ণ উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গাড়ির চাকার ভেতর লুকানো পাঁচ কেজি ৩৩৬ গ্রাম ওজনের ৪৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এসব স্বর্ণের আনুমানিক মূল্য তিন কোটি পাঁচ লাখ ৪৪ হাজার টাকা বলে জানা গেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম কাস্টমসের সহায়তায় এসব স্বর্ণ উদ্ধার করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, উদ্ধার করা স্বর্ণের বার কাস্টম হাউসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিসিং এরিয়ায় (জিএসই) অভিযান চালানো হয়। এ সময় একটি চাকার ওজন বেশি মনে হওয়ায় সেটি খুলে দেখা হয়। যাতে স্বর্ণের বারগুলো লুকানো ছিল।

—ইউএনবি