অনলাইন ডেস্ক :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। বর্তমান বাজারমূল্যে এগুলোর দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা।
তারা আরও জানান, শনিবার সকাল সাড়ে ৮টায় আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ।
আরও পড়ুন
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ