চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোটি টাকা মূল্যের ৭টি স্বর্ণের বার (৯১২ গ্রাম) জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার করা হয়েছে স্বর্ণ বহনকারী যাত্রীকে।
গ্রেপ্তার যাত্রীর নাম শহিদুল ইসলাম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে দুবাই হতে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-১৪৮) ওই যাত্রীর কাছ থেকে ৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যার পরিমাণ ৯১২ গ্রাম।
তিনি আরও বলেন, জব্দ স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি টাকা। শহিদুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
‘এইচএমপিভি’, নতুন ভাইরাস ছড়িয়ে পড়ছে যেভাবে