October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 16th, 2025, 3:27 pm

শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছে সরকার: শিক্ষা উপদেষ্টা

 

শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, “শিক্ষকদের বাড়ি ভাড়ার বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত সংবেদনশীল। সরকার এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করেছে। আমরা আশাবাদী, নতুন বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে আগামী বছর আরও উন্নত ও ন্যায্য একটি বেতন কাঠামো বাস্তবায়িত হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষা সচিব রেহানা পারভীন জানান, “শিক্ষকদের দাবির বিষয়ে আমরা অর্থ মন্ত্রণালয়ে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আলোচনার জন্য আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান করেছি। আলোচনায় বসলে অবশ্যই একটি ইতিবাচক সমাধান আসবে।”

তিনি আরও বলেন, “লামছাম বরাদ্দ থেকে শতাংশের ভিত্তিতে যে প্রক্রিয়ায় আমরা এগোচ্ছি, সেটি একটি অগ্রগতি। জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হলে ইনশাল্লাহ শিক্ষকদের আর্থিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, তবে এর ফল পেতে কিছুটা সময় লাগবে। এজন্য সবার সহযোগিতা ও ধৈর্য কামনা করছি।

এনএনবাংলা/