October 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 14th, 2025, 6:35 pm

শিক্ষকদের নতুন আলটিমেটাম, দাবি না মানলে আমরণ অনশন

 

২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবি আদায়ে টানা তিন দিন ধরে আন্দোলনে রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। তবে এতদিনেও দাবির বিষয়ে কোনো আশ্বাস না পাওয়ায় তারা নতুন করে আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে এবার আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

পূর্বঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে শিক্ষকরা শহীদ মিনার থেকে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করেন। তবে হাইকোর্টের কাছে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। ফলে সেখানেই সড়কে অবস্থান নেন শিক্ষকরা এবং অবস্থান কর্মসূচি থেকেই অনশনের হুঁশিয়ারি দেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, “আজ আমরা হাইকোর্টের সামনে অবস্থান করছি। আগামীকাল সকাল ১১টার মধ্যে আমাদের দাবি না মানলে আমরা শাহবাগে অবস্থান নেবো। সেখানেও দাবি পূরণ না হলে যমুনায় যাবো। এরপরও কোনো সাড়া না পেলে আমরণ অনশনে বসতে বাধ্য হবো।

এনএনবাংলা/