তিন দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি জানান, আজকের জন্য ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) দুপুর ২টা থেকে শিক্ষকরা অনশন কর্মসূচি শুরু করবেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এক ঘোষণায় তিনি বলেন, “আগামীকাল আমরা অনশন করব, এরপর প্রয়োজনে আমরণ অনশন চালিয়ে যাব। আমাদের দাবি পূরণ না হলে জীবিত দেহ নয়, লাশ যাবে। অধিকারের বিষয়ে কোনো আপস করা হবে না।”
তিনি আরও জানান, আগামী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে দুপুরে ‘মার্চ টু যমুনা’ অভিযাত্রা বিকেল ৫টা পর্যন্ত স্থগিত করা হয়েছিল।
আন্দোলনরত শিক্ষকরা জানান, সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধি ও সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
রোববার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত থাকবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!
অন্তর্বর্তীকালীন সরকার দুর্বল, পেছনে কোনো লোক নেই: মির্জা ফখরুল
জাতীয় নির্বাচন সামনে রেখে ইসি কর্মকর্তাদের ছুটি বাতিল