December 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 4th, 2025, 7:47 pm

শিক্ষকরা আন্দোলনে, কুষ্টিয়ায় অভিভাবকেরা নিলেন পরীক্ষা

ছবি: সংগৃহীত

 

কুষ্টিয়ার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে কর্মবিরতি এবং ‘কমপ্লিট শাটডাউন’-এর কারণে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া বন্ধ হয়ে গেছে। উত্তেজিত অভিভাবকরা বৃহস্পতিবার সকালের দিকে নিজ উদ্যোগে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেন।

কুষ্টিয়া শহরতলির ১৮ নম্বর লাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অভিভাবকরা শ্রেণিকক্ষে প্রবেশ করে প্রশ্ন বিতরণ, খাতা সংগ্রহ ও শৃঙ্খলা রক্ষাসহ পরীক্ষার পুরো ব্যবস্থাপনা সামলান। একপর্যায়ে প্রধান শিক্ষক মাসুদুল করিমও অভিভাবকদের চাপের মুখে প্রায় এক ঘণ্টা পরে পরীক্ষা নিতে বাধ্য হন।

অভিভাবকরা অভিযোগ করেছেন, “শিক্ষকদের দাবি থাকতেই পারে, কিন্তু পরীক্ষার সময় কর্মবিরতি গ্রহণযোগ্য নয়। সন্তানদের সারা বছরের পরিশ্রমের মূল্যায়ন এ পরীক্ষা। আন্দোলনের কারণে তা নষ্ট হতে দিতে পারি না, তাই বাধ্য হয়েই পরীক্ষার দায়িত্ব নিয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় অভিভাবকদের সহায়তায় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে এবং সরকারের কাছে দ্রুত দাবির বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

এনএনবাংলা/