December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 10th, 2024, 9:06 pm

শিক্ষার্থীদের অবরোধের কারণে গাড়ি রেখে সিএনজিতে ইইউ রাষ্ট্রদূত

সরকারি চাকরিতে কোটার প্রতিবাদে রাজধানীতে চলছে শিক্ষার্থীদের সড়ক অবরোধ। এর মধ্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পূর্বনির্ধারিত বিদায়ী বৈঠকে অংশ নিতে যাচ্ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

সেখানে যাওয়ার সময় ঢাকা এক্সপ্রেসওয়েতে আটকে পড়েন তিনি। বাধ্য হয়ে গাড়ি রেখে বিকল্প উপায় খুঁজে নিলেন তিনি।

ডেপুটি হেড অব মিশন ড. বার্ন্ড স্প্যানিয়ারের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন হোয়াইটলি। ভিডিওতে দেখা যায়, কিছু সময় হেঁটে, কিছু সময় সিএনজিতে করে গন্তব্যে পৌঁছেছেন হোয়াইটলি।

ভিডিওর সঙ্গে হোয়াইটলি লিখেছেন, “বিক্ষোভের কারণে আমরা এক্সপ্রেসওয়েতে গাড়ি রেখে সিএনজিতে মাননীয় স্পিকারের সঙ্গে দেখা করতে পৌঁছেছিলাম। ‘মৃত্যু ঝুঁকি নিয়ে শূন্যে দড়ির ওপর দিয়ে হাঁটার মতো অবস্থায়’ স্মরণীয় একটি ভিডিও ধারণ করেছেন বার্ন্ড।”

বাংলাদেশে তিন বছরের কর্মসময় শেষে ঢাকা ছাড়ছেন হোয়াইটলি।

—–ইউএনবি