January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 8th, 2022, 7:31 pm

শিক্ষার্থীদের টিকার আওতায় এনে পাঠদান চালিয়ে যেতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন করে করোনা সংক্রমণ বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠান আবারও বন্ধ করে দিলে কতদিনে আবার সচল করা সম্ভব হবে, তা অনিশ্চিত। সেই কারণে আমরা চাই, শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চালিয়ে যেতে।
শনিবার রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উৎসবের অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে গত দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। নতুন করে আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না সরকার। এ কারণে শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।
তবে ১২ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হলেও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের টিকার আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ জন্য তাদের নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন বলেও জানান মন্ত্রী।

—ইউএনবি