অনলাইন ডেস্ক :
শনিবার বেশ কিছু সংখ্যক রিকশাচালক শহীদ মিনারে জড়ো হয়ে আন্দোলনে যোগ দেন।
বিক্ষোভকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে রিকশাচালকদের।
রিকশাচালক মনতাজার হোসেন বলেন, ‘আমি রংপুর থেকে এসেছি। আমার ভাই আবু সাঈদকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মাটিতে খুনিদের কোনো স্থান নেই।’
আরেক চালক মো. মুন্না বলেন, ‘আমরা বিচার চাই। তারা ছাত্র হত্যা করেছে, এমনকি রিকশাচালককেও হত্যা করেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আছি।’
‘আগুন জ্বালাও একসাথে, স্বৈরাচারের গদিতে’, ‘আমার ভাই শহীদ কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দফা, এক দাবি, হাসিনা তুই কবে যাবি’ এসব স্লোগান দিচ্ছেন তারা।
আরও পড়ুন
‘আপা চলেন প্রেম করি’, আপা থেকে বউ… তারপর
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো তুরিন আফরোজকে
নাহিদ রানার ৩ শিকার, জিম্বাবুয়ের ৪ উইকেট নিয়ে লাঞ্চে বাংলাদেশ