গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করায় শিক্ষার্থী-আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ আগস্ট) নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি বার্তায় তিনি বলেন, ‘শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের বিক্ষোভকারীদের অভিনন্দন।’
তারেক বলেন, শেখ হাসিনার পদত্যাগ জনগণের শক্তির প্রমাণ দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে কীভাবে জনগণের সাহস নৃশংসতাকে পরাস্ত করতে পারে। এটি আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক দিনে বিক্ষোভকারীদের নিঃস্বার্থ ন্যায়বিচার বোধ ও দেশের মানুষের প্রতি ভালবাসা জয়ী হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন সবাই মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত দেশ হিসেবে পুনর্গঠন করি, যেখানে সব মানুষের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।’
আরও পড়ুন
দেশ বাঁচাতে আগে নির্বাচন চায় জনগণ : মির্জা ফখরুল
১০০ আসনে প্রার্থী ঘোষণা করলো এবি পার্টি
শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি: নাহিদ