গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করায় শিক্ষার্থী-আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৫ আগস্ট) নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি বার্তায় তিনি বলেন, ‘শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের বিক্ষোভকারীদের অভিনন্দন।’
তারেক বলেন, শেখ হাসিনার পদত্যাগ জনগণের শক্তির প্রমাণ দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে কীভাবে জনগণের সাহস নৃশংসতাকে পরাস্ত করতে পারে। এটি আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, এই ঐতিহাসিক দিনে বিক্ষোভকারীদের নিঃস্বার্থ ন্যায়বিচার বোধ ও দেশের মানুষের প্রতি ভালবাসা জয়ী হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আসুন সবাই মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নত দেশ হিসেবে পুনর্গঠন করি, যেখানে সব মানুষের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।’
আরও পড়ুন
ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত: রিজভী
বাড়তি দামে বিক্রি হচ্ছে খাসি-মুরগি-মাছ
শুধু সংস্কার ও নির্বাচন প্রশ্নে নয়, বাংলাদেশের ভবিষ্যতের জন্যও প্রয়োজন ঐক্য