January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 27th, 2021, 8:23 pm

শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেম করছেন জেরিন

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জেরিন খান। একসময় অভিনেতা সালমান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। কিন্তু সেগুলো এখন অতীত। বলিপাড়ায় নতুন গুঞ্জন, রিয়েলিটি শো ‘বিগবস’র ১২তম আসরের প্রতিযোগী শিবাশিস মিশ্রার সঙ্গে প্রেম করছেন জেরিন। বর্তমানে কথিত প্রেমিকের সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়াতে রয়েছেন এই অভিনেত্রী। সেখানে শিবাশিসের জন্মদিন উদযাপন করছেন তারা। অনেকদিন থেকেই এই দু’জনের প্রেমের গুঞ্জন উড়ছিল। সম্প্রতি শিবাশিসের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানান জেরিন। একসঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘বাঁকা হোক তবু আমার। শুভ জন্মদিন আমার শিব। যা চাও তাই যেন পাও।’ এ ছাড়া ভাইরালও হওয়া এক ভিডিওতে জেরিনকে বেবি, সুইটহার্ট বলে শিবাশিসকে ডাকতে শোনা গেছে। এরপর দু’ইয়ে দু’ইয়ে চার মিলিয়ে নেটিজেনরা ধারণাÑ ডুবে ডুবে জল খাচ্ছেন এই জুটি। ‘বিগবস ১২’-এ অংশ নিলেও শিবাশিস পেশায় একজন ব্যবসায়ী। তবে বলিপাড়ায় অনেকের সঙ্গেই তার পরিচয় রয়েছে। অন্যদিকে, সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জেরিন খান। এরপর ‘হেট স্টোরি-থ্রি’, ‘হাউজফুল’, ‘ওয়াজা তুম হো’ সিনেমায় দেখা গেছে তাকে। সম্প্রতি প্রিন্স নারুলার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন জেরিন। এ ছাড়া করণ বীর ভোহরার সঙ্গে ‘পাতালপানি’ নামের একটি হরর কমেডিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। আপাতত সেগুলো মুক্তির অপেক্ষায়।