January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 2nd, 2023, 8:13 pm

শিরোপার আরও কাছে বার্সা

অনলাইন ডেস্ক :

লা লিগার শিরোপা ছোঁয়ার লড়াইয়ে যেন আরও একধাপ এগিয়ে গেলো বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা পথ এগিয়ে শিরোপায় যেন এক হাত দিয়েই রাখলো কাতালান ক্লাবটি। আন্তর্জাতিক বিরতির পর নিজেদের প্রথম ম্যাচেই রবার্ট লেওয়ান্ডোভস্কির জোড়া গোলে এলচেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে রিয়ালের চেয়ে ১৫ পয়েন্ট এগিয়ে গেলো বার্সেলোনা। আগেই রিয়ালের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে থেকে শিরোপা অনেকটাই নিজেদের করে নিয়েছিলো জাভি হার্নানাদেজের দল। কালকের ম্যাচে জিতে সেই ব্যবধান নিয়ে গেচেহে ১৫’তে। রিয়ালের চেয়ে অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে বার্সা। শনিবার রাতে এলচের মাঠে গিয়েই তাদের বিধ্বস্ত করে এসেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডোভস্কি, অন্য দুইটি গোল এসেছে আনসু ফাতি আর ফেরান তোরেসের কাছ থেকে। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় বার্সেলোনা। টানা আক্রমণ করে ম্যাচের ২০ মিনিটেই প্রথম গোলের দেখা পায় বার্সা। মার্কোস আলোনসোর ফ্রি-কিক থেকে পাওয়া বল রোনালদো আরাউজর হেড হয়ে আসে লেওয়ান্ডোভস্কির পায়ে। সেই বল জালে জড়াতে একটুও ভুল করেননি এই গোল মেশিন। বার্সার সঙ্গে অবশ্য লড়াই করেছে এলচেও। প্রথমার্ধে শেষে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণের ধার আরও বাড়ায় বার্সা। বিরতি থেকে ফেরার মাত্র ১০ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুন করেন আনসু ফাতি। গত অক্টোবরের পর এই প্রথম লিগে গোলের দেখা পেলেন তরুণ এই স্ট্রাইকার। ম্যাচের ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলের দেখা পান লেওয়ান্ডোভস্কি। এই গোলের মিনিট চারেক পরই বার্সার হয়ে গোলের হালি পূরণ করেন ফেরান তোরেস। ম্যাচের ৮৩ মিনিটে গিয়ে হ্যাটট্রিক পূরণ করেই ফেলেছিলেন লেওয়া, এলচের জালে বল জড়ালেও তার আগেই ফাউলের দায়ে বাতিল হয় সেই গোল। ম্যাচশেসশে ৪-০ গোলের বর জয় নিয়েই প্রতিপক্ষের মাঠ থেকে ঘরে ফেরে বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ২৭ ম্যাচে ৭১ আর ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।