অনলাইন ডেস্ক :
লা লিগায় বেশ দাপট দেখাচ্ছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে কাতালানরা। সেই শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। মঙ্গলবার ন্যু ক্যাম্পে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ৩০ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় ওসাসুনা। তবে ১০ জনের দলের বিরুদ্ধে ম্যাচ জিততে বেশ বেগ পেতে হয়েছে বার্সেলোনাকে। ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি বার্সা।
গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে বেশকিছু সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয় কাতালানরা। তবে ম্যাচের ৮৫ মিনিটে গোলের দেখা পায় বার্সা। জর্ডি আলবার গোলে প্রথমবারের মতো লিড পায় বার্সেলোনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাভির শীষ্যরা। এই জয়ে ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো কাতালানরা। অন্যদিকে সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
তামিমের অর্ধশতকে দেড়শ’র আগেই থামল ঢাকা
সুপার ওভারে ইংল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ভক্তদের বড় সুখবর দিলেন বার্সেলোনা সভাপতি